সফলতায় ব্যর্থ অবসাদ

click here
INDISCRETION

-:সফলতায় ব্যর্থ অবসাদ:-

হে মহাবীর কপিয়েছ বিশ্ব তথা তোমার দেশ,
ডাকছে বৃষ্টি, আকাশ ধুলোয় লুটায় সেতার।
তবু এক মুহূতের জন্যে দেখোনি ফিরে তোমার অবশেষ,
ধ্বংস আর ছন্দপতন ঘটেছে তোমার ঘটেছেও আমার।
নিজ চোখে দেখেছ বিশ্বব্রম্ভান্ড কখনো উলকাপাত,
তবু আমি ভালোবেসেছি মেঘলা দিন আর বিশ্রী রাত।
সইছি আমরা সয়েছ তুমি অদ্ভুত এক জীর্ণতা,
সুখ, দুঃখ, হাসি ও কান্না অচিরাচরিত তিক্ষণতা।
মহাকাল সবলে ফিরিয়ে নিয়ে গেল তোমায়,
আহত সমুদ্র সৈকত, নানাবিধ কাল সময়।
না জানি ছিল কোন অন্তর্বর্তী শূন্যতা,
স্বপ্নে আমি সবল রাজা, তাতেই আমার পূর্ণতা।
মৃত্যুমুখী রাজ্যে যাকে বাঁচতে বলে ভুল করি,
ব্যর্থ আমার, বাঁচতে ভাবার গল্প শোনা জরুরি।।
 

<script data-ad-client="ca-pub-4948348905896646" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
https://youtu.be/T5al0HmR4to

Comments

Popular Posts